WH-QUESTIONS
·
Wh-words বা Wh-Question words: What, Who, Which, Where,
When, Why, Whom, Whose, How etc থাকে
তাদেরকে Wh-Question বলে।
Wh-Question/Wh-word গুলোকে তিনভাগে ভাগ করা যায়। যেমনঃ-
1. Interrogative
Adverb: Where, When, Why, How.
2. Interrogative
Adjective: What, Which.
3. Interrogative
Pronoun: Who, Which, What, Whom, Whose.
- · Person পরিবর্তনের নিয়মঃ Wh-Question গঠন করার সময় প্রদত্ত বাক্যের 3rd ও 2nd Person এর সাধারনত কোন পরিবর্তন হয় না। কিন্ত 1st Person সর্বদা (যেমন-I=you, we=you, our=your, me=you) 2nd Person এ পরিবর্তন হয়। যেমনঃ-
He calls me a
fool. Wh-Question:
What does he call you?
- · Verb এর ব্যবহারের নিয়মঃ Verb ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে জটিল বিষয় হলো কখন Wh-Question এ operator(do, does, did)বসবে আর কখন বসবে না তা নির্ধারন করা। এর উত্তরে সহজে বলা যায় Wh –Question/word যখন বাক্যের Subject হয় তখন কোন operator এর দরকার হয় না। কিন্ত Wh- word বাক্যের object হলে operator এর ব্যবহার করতে হয়। তবে বাক্যে কোন be, have, বা modal auxiliary থাকলে সে ক্ষেত্রে তারাই operator এর কাজ করে। সেক্ষেত্রে do, does, did এর ব্যবহারগত কোন সমস্যা নেই। যেমনঃ- He calls me a fool. Wh-Question: Who calls you a fool? (এখানে operator ব্যবহৃত হয়নি।কারন Who হলো Wh-Question এর Subject.)
He
wanted me. Wh-Question: Whom did he want?(এখানে did
ব্যবহৃত হয়েছে। কারন Whom হলো Wh-Question
এর object.)
Wh-Question
এর
ব্যবহার
1. Why এর
ব্যবহারঃ- Why
অর্থ কেন বা কী জন্য। কোন কারন জানার জন্য Why ব্যবহৃত হয়।
Why do you go there?
·
অতএব যে সব Affirmative Sentence এর কারন এর Answer দেয়া থাকে সেসব Sentence কে Why দ্বারা Interrogative
করতে হয়।
The college was closed for Covid-19.
Wh-Question: Why was the college
closed?
He came late owing to an accident.
Wh-Question: Why did he come late?
The boy is crying for food.
Wh-Question: Who is the boy crying?
2. When এর ব্যবহারঃ-
When অর্থ কখন। কোন সময় নির্দেশ করতে when ব্যবহৃত হয়।হা-বোধক
Sentence এ সময় বুঝাতে when দ্বারা Interrogative করতে হয়।
I
met Akber yesterday.
Wh-Question:
When did you meet Akber?
Our
exam will be held on the 16th June.
Wh-Question:
When will your exam be held?
3. Where এর
ব্যবহারঃ- Where
অর্থ কোথায় Where means ‘in what place’ where
place(স্থান) সম্পর্কে প্রশ্ন করে। হা-বোধক
Sentence এ স্থান বুঝালে Where দ্বারা Interrogative করতে হয়।
I
am living in Dhaka.
Wh-Question:
Where are you living?
The
letter is from Sudi Arabia.
Wh-Question:
Where is the letter from?
4. How এর
ব্যবহারঃ- How
means ‘in that way’ How অর্থ
কিভাবে, কত।
I
came by bus.
Wh-Question:
How did you come?
She
is a woman of fifty years old.
Wh-Question:
How old is she?
5. Who এর
ব্যবহারঃ- Who
অর্থ হলো কে বা কারা।
Who সাধারনত
Singular ও
Plural Subject এর পরিবর্তে বসে।
This
boy is my brother.
Wh-Question:
Who is that boy?
My
uncle is coming to visit us.
Wh-Question:
Who is coming to visit you?
6. Which এর
ব্যবহারঃ-
Which=
as subject
সাধারনত বস্তু বা প্রাণীবাচক Subject
এর ক্ষেত্রে Which
বসে। Which
বাক্যে Subject এর কাজ করে। অর্থাৎ কোন প্রম্ন জিজ্ঞাসা করে।
The English grammar book was
stolen.
Wh-Question:
Which book was stolen?
You
should buy a dictionary.
Wh-Question:
Which book should I buy?
The
Parabat goes to Sylhet.
Wh-Question:
Which train goes to Sylhet?
#
Which দিয়ে সাধারনত কোন কিছু পছন্ন করা বা আলাদা করার জন্য প্রশ্ন করা হয়।
Muhib
and Habib have come.
Wh-Question:
Which of them has come first?
Of
all the poets I like Shakespeare most.
Wh-Question:
Which poet do you like most?
#
অনেক সময় Noun এর আগে
what ও which একই অর্থে বসে।
I
read in B.A class.
Wh-Question:
What class do you read in? Or which do you read in?
7. What এর ব্যবহারঃ-
#‘What’
Question এর
Subject হয়ে
বসে।
The
illness of my father made me sad.
Wh-Question:
What made you sad?
#What
আবার Object এর প্রশ্ন হিসেবেও বসে।
I
want a pen.
Wh-Question:
What do you want?
They
ate rice and fruits.
Wh-Question:
What did they eat?
I
read in Ittefaq.
Wh-Question:
What paper do you read?
#
পেশা(Proffession)জানার জন্য what দিয়ে অনেক সময় প্রশ্ন করা হয়।
My
brother is a doctor.
Wh-Question:
What is your brother?
He
is a business man.
Wh-Question:
What is he?
#
কোন ব্যক্তি বা জিনিস কেমন তা জানার জন্য What দ্বারা প্রশ্ন করা হয়।
It
was a romantic film with some really beautiful songs.
Wh-Question:
What is the film like?
#
What অনেক সময় Why এর ন্যায়
প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়।
I
went there to borrow some books.
Wh-Question:
Why did you go there? Or what did you go there for?
N/B:লক্ষনীয় যে what যখন
Why এর অর্থ প্রকাশ করে তখন for শেষে বসে।
8. Whose এর
ব্যবহারঃ- Whose
অর্থ অধিকার Possessive সর্ম্পকে প্রশ্ন করে।
This
is my pen.
Wh-Question:
Whose pen is this?
These
books are mine.
Wh-Question:
Whose(books) are these?
9. Whom এর
ব্যবহারঃ-
Whom
= object
আধুনিক ইংরেজিতে Whom
এর form who হয়ে বসে।
I
saw Muhib.
Wh-Question:
Whom did you see? Or What did you see?
I
was talking to my teacher.
Wh-Question:
Whom/what were you talking to?
Md Lokman Hossain
B.A.(Hon’s) M.A. in English (JU)
No comments:
Post a Comment