Time and Tense
Tense শব্দের বাংলা অর্থ হল কাল। Tense কে ইংরেজি ভাষার প্রান Soul
of English Language বলা হয়। ক্রিয়ার কাল বা সময়কে Tense বলা হয়। Tense প্রধানত তিন প্রকার-(1) The Present Tense (2) The Past Tense (3) The Future Tense.
- The Present Tense: Verb এর কোন কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে Present Tense বলে। ("A verb that refers to present time is said to be in the present tense.) as- I write. I love. She sings a song. The boy is playing.
Present tense এর চারটি রূপ
i.
Present
Indefinite Tense ( Simple Present)
ii.
Present
Continuous Tense
iii.
Present
Perfect Tense
iv.
Present
Perfect Continuous Tense
1.
Present Indefinite Tense ( Simple Present): যে tense দ্বারা বর্তমানে কোন কাজ করা, অভ্যাসগত বা চিরসত্য বুঝায় তাকে Present
Indefinite Tense বলে। ( Present Indefinite Tense denotes an action
in the present time or habitual truth or eternal truth.)
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে করি, কর, করেন, যাই, যাও, যান, যাস, পড়, পড়েন, ঘুমায়, ঘুমাও এদের যে কোন একটি যোগ থাকে।
Structure: Subject
+ মূল verb এর present form +
Extension. (Subject third person singular number হলে verb এর শেষে ‘s’ বা ‘es’ যোগ হয়। যে সকল verb এর শেষে ss, sh, ch, x, এবং o থাকে তাদের শেষে es যোগ করতে হয়।
For Example- I read a book.
You read a book. He reads a book.
The sun rises in the east.
Different
forms of simple present:
Affirmative
|
Question
|
Negative
|
I write.
We write.
She/he
writes.
|
Do I write?
Do we write?
Does she/he
write?
|
I do not
write.
We do not
write.
She/he does
not write.
|
2.
Present Continuous Tense (Present Progressive): যে tense দ্বারা বর্তমান কালে কোন কাজ চলিতেছে বুঝায় তাকে Present
Continuous Tense বলে। ( Present Continuous is used when an action is
continued on going to be continued in near future.)
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে তেছ, তেছি, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছেন, ছি, ছ, ছেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure: Subject + am/is/are (number ও person অনুসারে) + মূল verb এর সাথে ing + Extension.
Structure: Subject + am/is/are (number ও person অনুসারে) + মূল verb এর সাথে ing + Extension.
N/B: I এর পরে am বসে। He, she, it এবং অন্যসব 3rd person ও singular number এর পরে is বসে। We, you, they, plural subject এর পরে are বসে।
For Example: I am reading a book. I am going to Delhi tonight.
(Near future)
Different
forms of present continuous:
Affirmative
|
Question
|
Negative
|
I am writing.
We are
writing.
She/he is
writing.
|
Am I writing?
Are we
writing?
Is she/he
writing?
|
I am not
writing.
We are not
writing.
She/he is not
writing.
|
3. Present Perfect Tense: যে tense দ্বারা কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ অর্থ প্রকাশ করে তাকে verb এর Present Perfect Tense বলে। ( Present perfect tense is used when the work
has been done but its effects lasts.)
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে য়াছ, য়াছি, য়াছেন, য়েছ, য়েছি, রেছে, রেছেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure: Subject
+ number ও person অনুযায়ী have/has + মূল verb এর past participle form + Extension.
For Example: I have eaten rice.
He has gone to school.
Different
forms of present perfect:
Affirmative
|
Question
|
Negative
|
I have
written.
We have
written.
She/he has
written.
|
Have I
written?
Have we
written?
Has she/he
written?
|
I have not
written.
We have not
written.
She/he has
not written.
|
4.
Present Perfect Continuous Tense: যে tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানেও চলিতেছে বুঝায় তাকে Present Perfect
Continuous Tense বলে। ( The present perfect continuous tense is used
for an action which began at some time in the past and is still continuing.)
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে তেছ, তেছি, তেছেন, চ্ছ, চচ্ছি, চ্ছেন, ছ, ছি ছেন এদের যে কোন একটি উল্লেখ থাকে এবং একটি সময়ের উল্লেখ থাকে।
Structure: Subject
+ number ও person অনুযায়ী have been/has
been + মূল verb এর সাথে ing +
Extension.
For Example: I have been reading for two hours. It has been raining since morning.
Note: ব্যাপক সময় (Period
of time) এর পূর্বে For এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে।
Different forms of present perfect
Continuous:
Affirmative
|
Question
|
Negative
|
I have been
working.
She/he has been
working.
|
Have I been
working?
Has she/he
been working?
|
I have not
been working.
She/he has
not been working.
|
- The Past Tense: Verb এর কোন কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে Past Tense বলে। (A verb that refers to past time is said to be in the past tense.) as- I wrote. I loved. She sang a song.
Past tense এর চারটি রূপ
i.
Past
Indefinite Tense ( Simple Past)
ii.
Past
Continuous Tense
iii.
Past
Perfect Tense
iv.
Past
Perfect Continuous Tense
1.
Past Indefinite Tense (Simple Past): অতীত কালে কোন কাজ ঘটেছিল বা অতীতের কোন অভ্যাস বুঝাতে Past
Indefinite Tense হয়। ( Past
Indefinite Tense denotes an action in the past time or past habit.)
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে লেন, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure: Subject
+ মূল verb এর past form +
Extension.
For Example- He went home yesterday. I did the work. He spent his boyhood in
London.
Different
forms of simple past:
Affirmative
|
Question
|
Negative
|
I played.
We played.
She/he played.
|
Did I play?
Did we play?
Did she/he
play?
|
I did not
play.
We did not
play.
She/he did
not play.
|
2. Past
Continuous Tense (Past Progressive): কোন কাজ অতীতে কতক সময় ধরে চলতেছিল বুঝালে Verb এর Past Continuous Tense হয়। (Past
Continuous tense is used when the action was continued for some time in the
past.)
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure: Subject
+ was/were (number ও person অনুসারে) + মূল verb এর সাথে ing + Extension.
For Example: I was reading a book. The boys were playing.
Different
forms of past continuous:
Affirmative
|
Question
|
Negative
|
I was playing.
They were playing.
|
Was I playing?
Were they
playing?
|
I was not
playing.
They were not
playing.
|
3.
Past
Perfect Tense: অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি Past Perfect Tense এবং অন্যটি Past
Indefinite tense হয়। (Past perfect
tense is used in the former action between two completed actions at the past
simple past is used in the later action.)
বাংলা রূপ: কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লেন, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure: Subject
+ had + মূল verb এর past participle
form + Extension.
For Example: The patient had died before the doctor came. The
doctor came after the patient had died.
Note: বাক্যের দুটি অংশ before বা after দ্বারা যুক্ত হলে before এর পূর্বে after এর পরে Past Perfect Tense হয় এবং অন্যটি Simple Past হয়।
Different
forms of past perfect:
Affirmative
|
Question
|
Negative
|
I had opened.
She/he had
opened.
|
Had I opened?
Had she/he
opened?
|
I had not
opened.
She/he had
not opened.
|
4.
Past Perfect Continuous Tense: অতীতকালের সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘসময় ধরে চলতেছিল বুঝালে Verb এর Past Perfect
Continuous Tense হয় এবং অপরটি simple
past tense হয়। ( Past Perfect
Continuous Tense is used for an action that began before a certain point in the
past and continued up to that time.)
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure: Subject
+ had been + মূল verb এর সাথে ing +
Extension.
For Example: I had been reading for two hours. We had been playing before the train started.
Different
forms of past perfect Continuous:
Affirmative
|
Question
|
Negative
|
I had been
playing.
|
Had I been
playing?
|
I had not
been playing.
|
- The Future Tense: Verb এর যে কার্য ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে Future Tense বলে। (A verb that refers to future time is said to be in the future tense.) as- I shall write. I shall love. She will sing a song.
Future tense এর চারটি রূপ
i.
Future
Indefinite Tense
ii.
Future
Continuous Tense
iii.
Future
Perfect Tense
iv.
Future
Perfect Continuous Tense
1.Future Indefinite Tense ( Simple future tense): Verb এর কোন কাজ ভবিষ্যতে হবে বুঝালে Verb এর Future
Indefinite Tense হয়। ( Future Indefinite Tense is used when an
action will be done or will be happen in future.)
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure: Subject
+ shall/will + মূল verb এর present form + Extension.
For Example- I shall go to school.
They will go to school.
Different
forms of future indefinite:
Affirmative
|
Question
|
Negative
|
I shall do.
|
Shall I do?
|
I shall not
do.
|
2. Future Continuous Tense: ভবিষ্যৎকালে কোন কাজ সংঘটিত হয়ে কিছু সময় চলতে থাকবে বুঝালে Verb এর Future
Continuous Tense হয় ( Future
Continuous tense is used when an action is thought to be going on in the future.)
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure: Subject
+ shall be/will be + মূল verb এর সাথে ing + Extension.
For Example: I shall be doing the work. I shall be playing in the
field.
Different
forms of future continuous:
Affirmative
|
Question
|
Negative
|
I shall be
doing.
|
Shall I be
doing?
|
I shall not
doing.
|
3.Future Perfect Tense: ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ে কোন কাজ হয়ে থাকবে অথবা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হবে তার Future Perfect Tense হয়। ( Future perfect tense denotes an action that will be completed at
some point of time in future.)
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure: Subject
+ number ও person অনুযায়ী shall have/will
have + মূল verb এর past participle
form + Extension.
For Example: He will have reached home at 5am. He will have
completed the work before the sun sets.
Different
forms of future perfect:
Affirmative
|
Question
|
Negative
|
I shall have
done.
|
Shall I have
done?
|
I shall have
not done.
|
Tense: ভবিষ্যৎকালের কোন কাজ কোন নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বুঝালে অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বুঝালে Verb এর Future Perfect
Continuous Tense হয় অন্যটির Present
Indefinite Tense হয়। (Future perfect continuous tense is used when
the action will have been doing the work by a certain future time.)
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন ও একটি সময়ের উল্লেখ থাকে।
বাংলা রূপ: বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন ও একটি সময়ের উল্লেখ থাকে।
Structure: Subject
+ number ও person অনুযায়ী shall have
been/will have been + মুল verb এর সাথে ing +
Extension.
For Example: I shall have been reading the book for two hours.
Different
forms of future perfect Continuous:
Affirmative
|
Question
|
Negative
|
I shall have
been doing.
|
Shall I have
been doing?
|
I shall not
have been doing.
|
Md Lokman Hossain
B.A.(Hon’s)
M.A. in English (JU)
No comments:
Post a Comment