Friday, 9 June 2023

A Clever Fox (এক চতুর শিয়াল)

 

A Clever Fox

Once in summer, a fox was very thirsty. He looked about all day for water to drink. At last he came to a well. The well was very deep. He tried to get water. He tumbled in.

There was a little water. So he was not drowned. He drank all he could. Then he tried to get out. But he could not.

A goat came to the well to drink water. He saw the fox and said, "I could not get any water. Is there water to drink?"


Of course, you can jump down and drink your fill." At this the goat leapt down. The fox now put his feet on the horns of the goat and sprang to the top of the well. "Friend goat," said the fox, "if you had brains in your head, you would not have leapt down into the well to have a drink when you do not know the way out of it." At that time the goat could understand that it was just the intelligence of the fox.

 

এক চতুর শিয়াল

গ্রীষ্মের দিনে, একটি শিয়াল খুব তৃষ্ণার্ত ছিল। সে সারাদিন পানি পান করার জন্য পানি খুজল। অবশেষে তিনি একটি কূপের কাছে আসল। কূপটি ছিল খুব গভীর। সে পানি পাওয়ার চেষ্টা করল। সে পিছলিয়ে পড়ে গেল।  সেখানে অল্প পানি ছিল। তাই সে ডুবে যায় নি। সে তার সাধ্যমত পান করল।  তারপর সে বের হওয়ার চেষ্টা করল। কিন্তু সে পারলনা। একটি ছাগল কূপের কাছে পানি খেতে এল। সে শেয়ালকে দেখে বলল, “আমি কোনো পানি পাইনি। এখানে কোন পানি খাওয়ার মতো আছে কি?"

অবশ্যই, আপনি নীচে লাফিয়ে খেতে পারেন এবং আপনার পেট ভরে পান করতে পারেন।" এই বলে ছাগলটি লাফিয়ে উঠল। শেয়াল এবার ছাগলের শিংয়ে পা রাখল এবং কূপের চূড়ায় উঠে পড়ল। "দোস্ত ছাগল," শেয়াল বলল, "তোমার মাথায় যদি মস্তিস্ক থাকতো, তাহলে তুমি থাকতো না পান করার জন্য কূপে ঝাঁপ দাও, যখন তুমি তা থেকে বের হওয়ার পথ জান না।" সেই মুহূর্তে ছাগলটি বুঝতে পারল যে এটা ছিল শিয়ালের চালাকি মাত্র।

No comments:

Post a Comment

  Suggestions for Board Final Examination – 2024 S.S.C (Vocational) Curriculum   Part – A : Seen Comprehension ( Marks – 09 )   ...