Completing Sentence
# Completing
Sentence বলতে
একটি অসম্পূর্ন বাক্যকে এর অর্থমাফিক ব্যাকরনসম্মতভাবে সম্পূর্ন করা বুঝায়।
Supply a suitable word to fill the blank following-যার অর্থ নিন্মের বাক্য সমূহ সম্পূর্ন করতে একটি উপযুক্ত শব্দ ব্যবহার কর। আবার Fill in the blanks with suitable word
or words-যার
অর্থ উপযুক্ত শব্দ বা শব্দসমূহ দ্বারা শূন্যস্থান পুরন কর। অর্থাৎ প্রশ্ন যেভাবে থাকবে, উত্তর সে অনুযায়ী দিতে হবে।
নিয়মাবলী
Rule:-1. Conjunction দিয়ে শূন্যস্থান পূরন:-
a) He
studied hard and passed the exam.
b) Study
hard or you will fail in the exam.
c) The
President as well as the Secretary has come.
d) I
could not attend the meeting because I was ill.
e) He
will not respect you unless you respect.
f) We
work hard so that we may succeed in life.
g) You
can enter the room provided you are a student.
h) He
is as tall as I.
i) No sooner had we reached the station
than the train started.
j) Neither Muhib
nor Habib has done this.
# Correlative
Conjunction- একটি
মাত্র Conjunction হিসেবে কাজ করে।
As---as
So---as
Both---and
Either---or
Neither---nor
No sooner---than
|
The same---that
Such---as
Such---that
Whether---or not
Though---yet
Scarcely---when
Hardly---when
|
Rule:-2. Too....to(এতই যে)দ্বারা
শূন্যস্থান পূরন:-
a) She
is too weak to walk.
b) The
man is too greedy to sacrifice his interest.
c) The
girl is too silly to understand any simple matter.
d) The
lady is too old to work
# প্রথম Sentence ও দ্বিতীয় Sentence এর Subject পৃথক হলে Adjective/adverb এর পর for বসে
এবং
এর
পরে Personal object বসে।যেমনঃ- me, us, him, you, them, her
a)
It was too heavy for
him to carry.
b)
This book too costly
for me to buy.
Rule:-3. Preposition দিয়ে শূন্যস্থান পূরন:-
a)
It has been raining since
morning.
b)
It has been raining for
two hours.
N/B: Point of
time বুঝাতে
since এবং Period of time বুঝাতে for বসে।
c) We cannot do without
money.
d) Divide the mangoes between
the two brothers.
e) They discuss it among
themselves.
N/B: দু’এর
মধ্যে বুঝাতে between এবং
দু’এর
অধিক বুঝাতে among
বসে।
f) What are you talking about?
g) What is the time by
your watch?
h) She seems pleased with
her new car.
i) I look after my
garden.
j) Our village stands on
the Jamuna.
N/B: About(বিষয়ে/সম্বন্ধে/চারদিকে/প্রায়/কাছাকাছি/উপলক্ষে),At(কোন স্থানের নির্দিষ্ট স্থান/সময়/মূল্য/দিকে/দায়িত্ব/মতো),By(অনুসারে/নাগাদ/মাধ্যমে/শপথকরা),In(স্থান/সময়কাল/অবস্থা/ক্ষেত্রে),To(প্রতি/পর্যন্ত/ পরিনাম),With(সাথে/উপর/দিয়ে/সত্তেও/কাজের ভাব/পার্থক্য),With in(কোন স্থানের মধ্যে/নির্দিষ্ট সময়ের মধ্যে/কোন সীমা বুঝাতে)
Rule:-4.
So that(যাতে)/So---that(এতই--যে)
a) We eat food so that we can live.
b) We should do well others so that we can
please God.
c) Our people are so ignorant that
they cannot understand the meaning of life.
d) English is so difficult that
many students are afraid of it.
Rule:-5. Provided/provided that/providing that এর অর্থ “যদি” এবং এরা Conjunction if এর অর্থ প্রকাশ করে।Structure:
Incomplete Sentence+ Provided/provided that/providing that +একটি সম্পূর্ন Sentence(যা হবে ১ম Sentence এর সঙ্গতিপূর্ন এবং এর অর্থ হবে যদি)
a)
I shall go out provided
it does not rain.
b)
I shall start my
journey provided that it does not rain.
c)
I will agree to go providing
that my expenses are paid.
Rule:-6. Unless (যদি না), though, although, since, if, because, as ইত্যাদি যদি Sentence এর প্রথমে বসে তাহলে এদের পরে একটি পূর্নাঙ্গ Clause ব্যবহৃত হয় এবং আর একটি Sentence যোগ করতে হয়। (Clause হল মিশ্র বাক্যের অংশ।)
a) Unless
you read attentively, you will fail.
b) Unless
you try, you will not succeed.
c) Though
they are helpless, they are very much innocent.
d) As
he behaved well, he was rewarded.
e) Though
he is poor he is honest.
Rule:-7. In case(যদি), As long as(যতক্ষন ধরে), Until(যে পর্যন্ত না), Till(যে পর্যন্ত)
a) He
will carry an umbrella in case it rains.
b) Wait
here as long as it rains.
c) God
will surely help us as long as we follow truth and just.
d) Complete
this exercise till I return.
e) Students
cannot go out until the rain stops.
f) Wait
until the rain stops.
N/B:
Until/ Till এর পরের অংশটি affirmative হয়।
Rule:-8. No sooner---than, scarcely had---when/before,
hardly had---when/before(যেতে না যেতে, খেতে না খেতে, পৌছতে না পৌছতেই ইত্যাদি অর্থ প্রকাশ পায়)
#এ ধরনের বাক্যগুলির When ও than এর পূর্ববর্তী অংশ Past Perfect tense হয় এবং when এবং than পরবর্তী অংশ Past Indefinite tense হয়।
a) No
sooner had I entered the classroom than the bell rang.
b) Hardly
had she reached the station when the train started.
c) Scarcely
had they reached the playground when it rained.
Rule:-9. Had better (তবও ভাল/বরং ভাল)-যুক্ত অসম্পূর্ন বাক্যের পর verb এর Present form ও অর্থবোধক শব্দ বসিয়ে সম্পূর্ন করতে হবে। Had better past tense মনে হলেও এটি Present/Future Tense এর অর্থ প্রকাশ করে।
a) He
had better leave this place at once.
b) Muhib
had better start his business.
Rule:-10. Would rather, Would better, Would sooner, Had
rather(বরং/তবুও)- প্রভৃতি শব্দসমূহের পরে than এর সঙ্গে
verb বা অন্যান্য শব্দসহ verb
বসিয়ে বাক্রের অর্থ complete করতে হয়।
a) He
would rather than steal.
b) She
had better die than pocket this dishonour.
c) He
would rather drink tea than coffee.
Rule:-11. Relative Pronoun Who/which/that/whom ইত্যাদি বসিয়ে অসম্পূর্ন বাক্যকে সম্পূর্ন করা যায়।
a) I
saw the man who was catching fish.
b) Any
person who works hard can prosper in life.
c) The
man whom you meet today was my student.
d) This
is the house that he wants to buy.
Rule:-12. ‘To be’ বসিয়ে অসম্পূর্ন
বাক্যকে সম্পূর্ন করা যায়।সাধারনত find, discover, suppose, imagine প্রভৃতি verb যুক্ত বাক্যে to be+ অন্যান্য শব্দসমূহ বসিয়ে বাক্যকে সম্পূর্ন করা যায়।
a) He
imagined me to be a doctor.
b) I
supposed the baby to be male child.
c) I
found him to be in a depressed condition.
Rule:-13. Regard, acknowledge, condemn, treat ইত্যাদি verb যুক্ত অসম্পূর্ন বাক্যসমূহের শূন্যস্থানে as বসিয়ে বাক্যকে সম্পূর্ন করা যায়।
a) My
favourite Teachers treated me as their son.
b) He
regarded me as his teacher.
Rule:-14. Without + gerund,
By + gerund যুক্ত
অসম্পূর্ন Sentence কে Complete করতে হলে পরবর্তী clause এর শুরুতে একটি Subject এরপর verb এবং এরপর সঙ্গতিপূর্ন word বা words বসাতে হয়।
a) By reading newspaper we can increase
our general knowledge.
b) By reading more you can learn more.
c) Without reading more you cannot
pass.
Rule:-15. একটি অসম্পূর্ন বাক্যে if যুক্ত clause এর Subject এর পরে were থাকলে principal clause এর subject এর পরে
might/could/would + verb এর
present form + অর্থবোধক
শব্দসমূহ দিয়ে বাক্যসম্পূর্ন করতে হয়।
a) If
I were a rich man I would help the helpless people.
b) If
I were a writer I would write a book on this subject.
Rule:-16. আপ্যায়ন/অনুরোধ/সৌজন্য/বিনয়
প্রকাশ করতে would
you mind শব্দগুচ্ছটি
বাক্যে প্রয়োগ করতে হয় এবং mind এর পরের
verb এর সাথে ing যোগ করে + অর্থবোধক শব্দসমূহ
বসাতে হয়।
a) Would
you mind taking a cup of tea?
b) Would
you mind opening the window?
Rule:-17. অসম্ভব
ইচ্ছা/অসম্ভব কল্পনা
প্রকাশ করতে wish ব্যবহার করা হয়।
a) I
wish I were a king.
b) I
wish I have wings of a bird.
Rule:-18. অসম্পূর্ন বাক্যের Subordinate clause টিতে had + sub + verb এর past participle থাকলে principal clause টিতে perfect conditional করে অসম্পূর্ন বাক্যকে সম্পর্ন করতে হয়।
Principal clause টিকে
perfect conditional করার
জন্য Sub + would have/could have/might have
+ verb এর past
participle form + অর্থবোধক
শব্দসমষ্টি দ্বারা শেষ করতে হয়।
a) Had
I seen him I would have given him the news.
b) Had
he seen her he would have given her the prize.
Rule:-19. Subject +
Verb(Find, see, watch, avoid, stop, enjoy, finish, mind, smell, prefer,
suggest, pracetise, keep, admit, deny, imagine, cannot but, feel, it is so
good, it is no use, cannot bear + noun/pronoun + present participle(verb + ing)
a) She
kept the fire burning.
b) It
is no good asking him for help.
Rule:-20. See, notice,
watch, observe, hear, listen, make, let, help, bid, had, better এর পরে bare infinitive অর্থাৎ to ছাড়া infinitive বসিয়ে শূন্যস্থান পূরন করা যায়।
a) Let
him go.
b) I
helped him finish the work.
c) He
made his wife do the work.
d) He
bade them leave the house.
Rule:-21. কোন সময় Sentence এর শেষে Single word ব্যবহার করে Sentence সম্পূর্ন করা যায়।
a) I
saw him singing.
b) Your
shoes need repairing.
Rule:-22. Phrase and Idioms
ব্যবহার করে শূন্যন্থান পূরন করা যায়।
a) I
would say nothing in this regard.
b) Learn
the poem by heart.
Rule:-23. In spite of,
Despite: ‘সত্ত্বেও’। এ
জাতীয় শব্দ দ্বারা Simple sentence গঠিত হয়।
Incomplete sentence এ in
spite of, despite থাকলে
এদের বিপরীত অর্থবোধক Simple sentence দ্বারা complete করতে হয়। এক্ষেত্রে Incomplete অংশের সাথে Sub + verb+--- বসে।
a) I
spite of his poverty, he is honest.
b) Despite
his good education, he could not do well in the examination.
N/B:
Despite এর পর of ব্যবহৃত হয়
না।
Rule:-24. Because of, on
account of, owing to, due to ইত্যাদি
phrase যুক্ত
অসম্পূর্ন বাক্যকে উপযুক্ত adjective
দ্বারা সম্পূর্ন করতে হয়।
a) He
could not go to college on account of his illness.
b) Everyone
loves the boy because of his sincerity.
Rule:-25. Insist/Insisted এর পর সব সময় On + Possessive + মূল verb এর সাথে
ing যুক্ত হয়।
a) He
insisted on my going to college.
Md
Lokman Hossain
B.A.(Hon’s) M.A. in
English (JU)
very effective
ReplyDeletethanks
ReplyDelete